নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: ২৫ ডিসেম্বর উপলক্ষে রবিবার জঙ্গিপুরের নিকটবর্তী বস্তিতে গিয়ে বাচ্চাদের হাতে কেক এবং চকলেট উপহার তুলে দিল জঙ্গিপুর কলেজ এন এস এস ইউনিটের ভলেন্টিয়াররা। কেক চকলেট পেয়ে বাচ্চারা প্রচন্ড খুশি হয়। তাছাড়াও বস্তিবাসীরা জঙ্গিপুর কলেজ এন এস এস ইউনিটের প্রশংসা করেন। জঙ্গিপুর কলেজ এন এস এস ইউনিটের গ্রুপ ক্যাপ্টেন সৌভিক চ্যাটার্জি জনান আজ বড়দিন উপলক্ষে আমরা আমাদের নিকটবর্তী একটি বস্তিতে গিয়ে সকালবেলায় বাচ্চাদের হাতে কেক এবং চকলেট তুলে দি। আমরা বিশ্বাস করি যে শেয়ারিং ইজ কেয়ারিং এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই কর্মসূচী গ্রহণ করি আমরা। অপরদিকে এই বস্তির একজন বাসিন্দা হেমন্ত দাস জানান আজকে কচি কচারা হাতে উপহার পেয়ে খুব খুশি হয়েছে। তাদের মুখে হাসি ফোটানোর জন্য এন এস এস ভলেন্টিয়ারদের অসংখ্য ধন্যবাদ জানায়। তারা মাঝে মধ্যেই আমাদের বস্তির বাচ্চাদের জন্য ছোট ছোট উপহার নিয়ে আসে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct