১৯৬২ সালে মাত্র ১৮ বছর বয়সেই প্রথম লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন। এরপর টানা ৩২ বার বিভিন্ন নির্বাচনে দাঁড়িয়েও হেরেছেন তিনি। তাতেও থেমে যাননি ওড়িশার শ্যাম বাবু। আসন্ন লোকসভা নির্বাচনে আবারও মনোনয়নপত্র দাখিল করেছেন ৮৪ বছর বয়সের এই রাজনৈতিক নেতা। শ্যামবাবু এবার লড়বেন উড়িষ্যার আসকা ও বেরহামপুর আসন থেকে। এদিন শ্যামবাবু বলেন, '৩২ বার বিভিন্ন নির্বাচনে লড়াই করেছিলাম। এবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। আমার প্রতীক হলো ক্রিকেট ব্যাট। হারি আর জিতি, পরোয়া করি না। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়েই যাব।' শ্যামবাবুর সাহসী পদক্ষেপের অনেকেই প্রসংশা করছেন। তিনি নিজেই মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চান।শ্যামবাবুর প্রতীকের উল্টো দিকে লেখা প্রধানমন্ত্রী পদপ্রার্থী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct