আপনজন ডেস্ক: অবশেষে স্বস্তি পেলেন রাজ্যের বিদ্যুৎ কর্মীরা কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে বিদ্যুৎ কর্মীদের ডিএ সংক্রান্ত মামলার শুনানি চলে। শুক্রবার রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া মহার্ঘভাতা আগামী ৬ জানুয়ারির মধ্যে মেটানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এখনও বকেয়া ডিএ না মেটানোর ক্ষোভ প্রকাশ করেছে আদালত। রাজ্য বিদ্যুৎ সংস্থার কর্মীদের বকেয়া ডিএ-র পুরোটা এখনও না মেটানোয় রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট এর বিচারপতি রাজশেখর মান্থারের সিঙ্গেল বেঞ্চ। এদিন আগামী ৬ জানুয়ারির মধ্যে বকেয়া মহার্ঘভাতা মেটানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থার। এদিন বকেয়া এখনও না মেটানোর অভিযোগ নিয়ে বিচারপতি মান্থার এজলাসে সওয়াল করেন বিদ্যুত্ সংস্থার কর্মীদের আইনজীবী সৌম্য মজুমদার। এর জবাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, আমরা বকেয়া মেটানো নিয়ে আগের রায়ের রিভিউ চেয়ে আবেদন করেছি। তার ১৪ ডিসেম্বর শুনানি রয়েছে। বিচারপতি তখন বলেন, রিভিউ পিটিশন করলেই পুরনো টাকা মেটানোর নির্দেশ কার্যকর না করার সুযোগ জন্মায় না। এরপর আদালতের স্পষ্ট নির্দেশ, আগের বকেয়া মেটাতেই হবে। ১৪ ডিসেম্বরের পরিবর্তে, ৬ জানুয়ারি রিভিউ মামলার শুনানি করবে আদালত। তার আগে বকেয়া ডিএ মেটাতে হবে। রাজ্যের এজি-কে বিচারপতি বলেন, আমি আপনার বিড়ম্বনা বাড়াতে চাই না। তাই লিখিত ভাবে নতুন নির্দেশ দিলাম। ডিএ কর্মীদের অধিকার। এটা দয়া নয়, এটা এখন স্পষ্ট। আর কর্মীরা আছেন বলেই প্রতিষ্ঠান আছে। না হলে কোথায় থাকত প্রতিষ্ঠান। এটা চলতে পারে না। নির্দেশ কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্ট এই ডিএ মেটানো নিয়ে স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে। এরপর বিচারপতির এই কথা শুনে এজি বলেন, ৫১০ কোটি টাকা দেওয়া হয়েছে । আমরা চেষ্টা করছ। ফের বিচারপতি কড়া ভাষায় বলেন, ব্যাপারটা এড়িয়ে যাওয়া যাবে না । যদি বিচারব্যাবস্থায় ভরসা না থাকে তাহলে অন্য কথা। কিন্তু কর্মীদের বঞ্চিত করা যাবে না। এটা তাঁদের কষ্টের দাম। কতদিন এই ভাবে বঞ্চিত থাকবেন তাঁরা। ১৪ ডিসেম্বর রিভিউ শুনানি ছিল। সেটা পিছিয়ে দিলাম । কিন্তু এর মধ্যে আগের নির্দেশ কার্যকর করতে হবে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct