আব্দুস সামাদ মন্ডল, কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছটাক জমি কাউকে দেওয়া যাবে না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামব। এক প্রেস বিবৃতিতে এই হুঁশিয়ারি দিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সাধারণ ছাত্র ছাত্রী। এ িবষয়ে আলিয়ার রেজিস্ট্রারের কাছে এক চিঠি দিয়ে বলেন, আলিয়া বিশ্ববিদ্যালয় পার্কসার্কাস ক্যাম্পাস সংলগ্ন জমি আছে যা বিশ্ববিদ্যালয়ের একান্ত নিজস্ব সম্পত্তি। সেই জমি আলিয়ার ছাত্রদের দুটি হোস্টেল, খেলার মাঠ করার জন্য। কিন্তু সে জমির ২ বিঘা জমি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজকে দেওয়ার প্রস্তাব রাখেন মুখ্যমন্ত্রী। আলিয়ার ছাত্রার তার প্রতিবাদ করে জানান, আমরা আজকে সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত ভাবে বলেছি কোনওভাবেই যাতে আলিয়ার জায়গা অন্যকে না দেওয়া হয়।
আলিয়ার জমি ন্যাশনাল মেডিক্যাল কলেজকে দেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার সময় মেয়র ফিরহাদ হাকিম এক শ্রেণির আলিয়ার ছাত্রদের ‘বদমাইশ’ বলায় তার প্রতিবাদ জানান। যদিও ফিরহাদ হাকিম তার মন্তব্য সম্পর্কে ঘনিষ্ঠ মহলে বলেছেন, আলিয়ায় যেভাবে ছাত্রছাত্রী নিজেদের মধ্যে সংঘর্ষে করে তা আলিয়ার সুনাম কালিমালিপ্ত করেছে। আলিয়ার ছাত্ররা ঝগড়া করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct