শান্তিনিকেতনের বসন্তোৎসব মানেই সাজ সাজ রব। আজ বুধবার সন্ধ্যা থেকেই শুরু হচ্ছে বসন্তোৎসব। সন্ধ্যা সাতটায় নাট্যগীতি, রাতে বৈতালিকী, বৃহষ্পতিবার সকালে "খোল দ্বার খোল লাগলোযে দোল " এই গান সঙ্গীতে মুখরিত হয়ে উঠবে। শান্তিনিকেতনের বসন্তোৎসব মানেই লাখ লাখ মানুষের জনসমাগম। এবারে বিশ্বভারতীর তরফে জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। স্হানীয় বা বহিরাগত কেউ কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করলেও সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। তার জন্য অস্হায়ী লক-আপ হিসেবে বসন্তোৎসবে প্রাঙ্গন, শান্তিনিকেতনের কাছে রাখা থাকছে পুলিশের প্রিজন ভ্যান। বহিরাগত দর্শনার্থী, পর্যটকদের জন্য থাকছে দেড় হাজার পুলিশ। সিভিক পুলিশ থাকছে ১১০০। সাধারন পোষাকের পুলিশের সঙ্গে সাদা পোষাকের পুলিশ ও মহিলা পুলিশও থাকবে। গোপনে নজরদারি চালানোর জন্য বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা, উপর থেকে গোটা বসন্তোৎসবের ছবি ড্রোন ক্যামেরায় তোলা হবে। তাছাড়াও রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে সমস্ত অনুষ্ঠানেরও ভিডিও রের্কডিং করা হবে। পরবর্তী কালে পর্যটন দফতর তা ব্যাবহার করবে।
এদিকে দর্শনার্থীদের সুবিধার্থে জেলা প্রশাসনের তরফে জলের পাউচ দেওয়া হবে। বিশ্বভারতী কতৃপক্ষও বিশেষ জলের পাউচ দেবে। তাছাড়াও সকলকে জলের বোতল কাছে রাখার জন্য বলা হয়েছে। নিরাপত্তার বিষয়ে কোনরকমের কম্প্রোমাইজ করবে না বিশ্বভারতী কতৃপক্ষ ও প্রশাসন। বৃহষ্পতিবার বসন্তোৎসব হলেও বুধবার থেকে পর্যটকরা আসতে শুরু করে দিয়েছে। বোলপুর- শান্তিনিকেতন সহ এলাকার সমস্ত হোটেল লজ ভর্তি হয়ে গেছে। শান্তিনিকেতন ছাড়াও বোলপুর, শ্রীনিকেতন এলাকার রাস্তায় যানজট হবে। তার জন্য ট্রাফিক ব্যবস্হাও সাজানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct