শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গুলি চালিয়ে ৪৯ জন মুসল্লি হত্যাকারী ব্যক্তিটি আসলে অস্ট্রেলিয়ার নাগরিক। তিনি নিজেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক বলে উল্লেখ করেছেন। এই হামলার আগেই টুইটারে একটি পোস্ট আপলোড করে হামলার কথা ঘোষণা করে সে। সেখানে এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করেন। এ ছাড়া অভিবাসনের বিরুদ্ধে নানান কথা বলেন। অভিবাসীবিদ্বেষী এ হামলাকারী তার পোস্টে বলেছেন,' হামলা করে অভিবাসীদের দেখাতে চাই যে, আমাদের ভূমি কখনও তাদের ভূমি হবে না। যতক্ষণ শ্বেতাঙ্গরা জীবিত থাকবেন।' হামলার সময় সোশ্যাল মিডিয়ায় লাইভে ছিলেন হামলাকারী। ১৭ মিনিট ধরে ওই হামলার লাইভ ভিডিও প্রচারিত হয়। ধারণা করা হচ্ছে হামলাকারী ক্যামেরাটা তার মাথার সঙ্গে বেঁধে রেখেছিলেন। অস্ত্রগুলোর ওপরে সাদা রঙে কিছু লেখাও ছিল। হামলাকারী নিজেকে ব্রেনটন ট্যারেন্ট বলে পরিচয় দিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, হামলাকারী অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া নাগরিক। তিনি কট্টর ডানপন্থী। তবে তার নাম প্রকাশ করেননি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct