প্যাকেটে ছিল গোমাংস। কিন্তু সেটাকে ভেড়ার মাংস ভেবে ভুল করে তা বাড়িতে নিয়ে চলে যান নিউ জিল্যান্ডে ভারতীয় প্রবাসী জসবিন্দর পাল।এবং শেষ পযন্ত আজান্তে সেই গোমাংস খেয়ে ফেলেন তিনি। পরে বিষয়টি বুঝতে পারায় ক্ষেপে আগুন প্রবাসী সেই হিন্দু ব্যবসায়ীটি। বিফ খেয়ে ফেলায় তিনি নাকি ধর্মচ্যূত হয়েছেন। তাই প্রায়শ্চিত্তের জন্য নিউ জিল্যান্ডের ব্লেনহেইম শহরের কাউন্টডাউন সুপারস্টোরের নামে মামলা করেন তিনি। সেখানে তিনি ওই সুপারস্টোর মালিকের কাছে ভারত এসে প্রায়শ্চিত্তের যাবতীয় খরচ দাবী করে আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতে তিনি জানান, ওই সুপারস্টোরে থাকা মাংসের প্যাকেটের উপর 'ল্যাম্ব রোস্ট' লেখা ছিল।কিন্তু বাড়িতে গিয়ে খাওয়ার পর তিনি বুঝতে পারেন, ওটা আসলে বিফ ছিল। সঙ্গে সঙ্গে ওই দোকানে তিনি গিয়ে ঝামেলা করায় স্টোর মালিক তাঁর কাছে ক্ষমা চেয়ে ২০০ ডলার ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেন।কিন্তু তা নিতে অস্বীকার করেন প্রবাসী ভারতীয় ব্যবসায়ী। তাঁর মতে, ভুল করার জন্য তাকে এবার ভারতে গিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। এর জন্য ভারতে যাওয়ার খরচ বাবদ সেখানে গিয়ে শুদ্ধিকরণের জন্য প্রায়শ্চিত্তের যাবতীয় খরচ বহন করতে হবে দোকান কর্তৃপক্ষকে। তাঁর দাবি অবশ্য মানতে রাজি হননি সুপারস্টোরের কর্তৃপক্ষ। যার ফলে বাধ্য হয়ে এবারে জসবিন্দর বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্ত হলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct