আগামী বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পাকিস্তানে হবে, কথাটি শুনে সবারই চোখ কপালে উঠতে পারে। আইপিএল, তাও সেটা পাকিস্তানে!ভারত-পাকিস্তানের চলমান যুদ্ধ পরিস্থিতিতে, সে কথা ভাবা খুবই কষ্টকর। কেউ না ভাবলেও এমন উদ্ভট বাক্যই আওড়েছেন পাকিস্তানের হার্ডহিটার ব্যাটসম্যান উমর আকমল। এক প্রমোশনাল ভিডিওতে আকমল ইচ্ছাকৃত নয়, মুখ ফসকে পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) বলে ফেলেছেন আইপিএল। সংযুক্ত আরব আমিরাত পর্ব শেষে সদ্য পাকিস্তানে ফিরেছে পিএসএল। শনিবার থেকে সেখানে হচ্ছে খেলা। প্লে-অফ ও ফাইনালও হবে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। এর আগে এক ভিডিওবার্তায় উমর আকমল সবার সমর্থন চেয়েছেন। পিএসএলের চতুর্থ আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন তিনি। শুধু পিসিবি উদ্যোগ নিলেই হবে না, মাঠে এসে দর্শকদের খেলা দেখতে ও সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন ডানহাতি ব্যাটার। ভিডিওবার্তায় উর্দুতে উমর আকমল বলেন, 'আমাদের দল কোয়েটা এখন করাচিতে। আমরা ঘরের মাঠে খেলছি। দর্শকদের যত সমর্থন পাব, তত ভালো পারফরম করব আমরা। আর সব দল এমন সমর্থন পেলে আগামী আইপিএল, দুঃখিত; পিএসএল এখানেই হবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct