বালাকোট হামলায় জঙ্গিদের নিহত হাওয়্যার সংখ্যা নিয়ে বিতর্ক অব্যাহত। প্রথম দিকে বলা হয়েছিল ৩০০ জঙ্গি মারা গেছে। পরে কেন্দ্রীয় মন্ত্রী এস আহলুওয়ালিয়া বলেন, কেউ মারা যাওয়ার খবর নেই। আবার অমিত শাহ বলেছেন ২৫০জন মারা গেছে। এসব জল্পনায় জল ঢেলে দিয়েছেন এয়ার চিফ মার্শাল বি এস ধানওয়া।
ভারতীয় বায়ুসেনা বালাকোট যে হামলা চালিয়েছিল তাতে কত জন মানুষ মারা গেছে তার হিসাব বায়ুসেনা রাখেনি। কারণ জঙ্গি শিবির ধ্বংস করাই লক্ষ্য ছিল। আর তা করা হয়েছে। এ কথা জানিয়ে দিলেন খোদ এয়ার চিফ মার্শাল বি এস ধানওয়া।
তিনি সোমবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা গুনিনি কত লোক মারা গেছে। তা নির্ভর করে বালাকোট যেখানে হামলা হয়েছে সেখানে কত লোক ছিল তার উপর। কত জন মারা গেছে মতো পরিস্থিতিতে নেই বায়ুসেনা। কতজন জঙ্গি মরেছে তা গুনেছে সরকার, বায়ুসেনা নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct