ধর্মগুরুরা আগেই বিয়ে বাড়িতে গানবাজনা নিষিদ্ধ করেছিল। সেই নিষেধাজ্ঞাকে না মেনে বিয়েতে গান বাজনায় মেতে ওঠে সবাই। আর সেটা মাথায় রেখে ওই পরিবারের বিয়েতে উপস্থিত হলেন না এক মৌলবি। নিষেধাজ্ঞা অমান্য করায় সেই মৌলবি পুলিসের কাছে অভিযোগও দায়ের করলেন। ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের ঝাহুবা এলাকায়। এই এলাকায় দীর্ঘ সময় ধরে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের বিয়েতে যন্ত্রচালিত গানবাজনা নিষিদ্ধ করা হয়েছে।কারণ তাঁরা মনে করেন যে ইসলাম ধর্মে মানুষের কণ্ঠে গাওয়া গানই একমাত্র গ্রহণযোগ্য। অন্য সব ধরনের গান ইসলামে পাপের সমান। এই বিষয়ে অভিযোগকারী মৌলবি হাজি হারুন রসিদ বলেন, ‘যে বিয়ে বাড়িতে ডিজে বাজবে এবং নাচ,গান হবে সেখানে আমরা যাব না। দীর্ঘদিন আগেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। এই পরিবার সেই নিয়ম অগ্রাহ্য করেছে।' এই ঘটনায় বেকায়দায় পড়ে যায় আয়োজক দুই পরিবার। অবশেষে রাজঘড় থেকে একজন মৌলবীকে ডেকে নিয়ে এনে বিয়ে সম্পন্ন করা হয় ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct