গৃহযুদ্ধ কবলিত ইয়েমেনে কলেরা মহামারীর অাকার নিয়েছে৷। গত কয়েক দিনে কলেরায় আক্রান্ত হয়ে অন্তত ১১৫ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও সাড়ে আট হাজার মানুষ।
এ বিষয়ে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি)-র পরিচালক ডোমিনিক স্টিলহার্ট ইয়েমেনের রাজধানী সানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কলেরা সংক্রমণের ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, আমরা কলেরার ভয়াবহ সংক্রমণ মোকাবিলা করছি। কলেরায় নিহতদের পরিসংখ্যান তুলে ধরে ডোমিনিক জানান, ২৭ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত অন্তত ১১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সাড়ে আট হাজার মানুষ জলবাহিত কলেরায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত এক বছরের ব্যবধানে ইয়েমেনে এটা দ্বিতীয় কলেরা সংক্রমণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct