ভাঙড়ে এখন শান্তির সুবাতাস। জোর কদমে ভাঙড়ে বিদ্যুৎ সাব স্টেশনের বাইরে টাওয়ার বসানোর কাজ শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবেই সেই কাজ চলছে। সাব স্টেশনের ভিতরে যন্ত্রোপাতি মেরামতির কাজ প্রায় শেষ পর্যায়ে। তাই সাব স্টেশনের পিছন দিকে ধানের খেতে মাটি কেটে খুঁটি বসানোর জন্য সিমেন্টের পিলার তৈরির কাজ চলছে। শ্রমিকরা নির্বিঘ্নেই কাজ করছেন। পুজোর পরে এই কাজ শুরু হওয়ার কথা ছিল। এবার কাজ শুরু হয়েছে। মাছিভাঙা, খামারাইট সহ কয়েকটি গ্রামের উপর দিয়ে ৪ টি খুঁটি পোতার কাজ হবে। সাব স্টেশন সূত্রে খবর, প্রথমে ৩ টি খুঁটি পোতার কাজ শুরু করা হচ্ছে। পরে আরও একটি খুঁটি পোতা এবং একটি পুরানো খুঁটিকে মেরামতির কাজ করা হবে। মোটামুটি গোটা কাজ শেষ করতে ৩ মাসের মতো সময় লাগবে। বিদ্যুৎ সাব স্টেশন এলাকার চারিদিকে এখনো মাঠে জল জমে রয়েছে। তার মধ্যেই বিদ্যুৎ সাব স্টেশনের পিছনের দিকে খুঁটি পোতার জন্য বেস তৈরির কাজ চলছে। চারিদিকে সিমেন্টের দিয়ে ঘিরে বিদ্যুতের খুঁটির জন্য সিমেন্টের পিলার তৈরির কাজ চলছে। প্রশাসনের তরফে খবর, কয়েকটি গ্রামের উপর দিয়ে টানা হবে ৪০০ কেভির লাইন। মাটির মধ্যে দিয়ে টানা হবে ২২০ কেভির লাইন। জেলার অতিরিক্ত জেলা শাসক মৃনাল রানো জানান,যত দ্রুত সম্ভব ভিতরের এবং বাইরের কাজ শেষ করে ওই বিদ্যুৎ সাব স্টেশনকে চালু করার দিকে নজর দেওয়া হয়েছে। প্রশাসনের আশা আগামী বছরের প্রথম দিকেই ভাঙড়ের এই বিদ্যুৎ সাব স্টেশন কাজ শুরু করবে।
সূত্র: পুবের কলম
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct