নিঃসঙ্গতা কাটাতে ক'দিন আগে চিনের এক যুবক কিনেছিলেন একটি কুকুরছানা। কিন্তু কয়েক দিনের মধ্যেই ঘটল বিপত্তি। দেখা গেল, প্রাণিটি কুকুর নয়। ক'দিন আগে কুকুরছানা ভেবে সস্তায় এক পোষ্য কিনেছিলেন সেই যুবক। কিন্তু কিছু দিন যাওয়ার পরেই তিনি লক্ষ্য করেন, প্রাণিটির আচরণ মোটেই কুকুরের মতো নয়। তার আচরণ রীতিমতো অদ্ভুত। তার চলাফেরাও কুকুরের মতো নয়।
শেষমেশ হতভম্ব যুবক প্রাণিটির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানতে চান প্রাণিটির নাম কী? রীতিমতো অদ্ভুত দেখতে প্রাণিটির চার পা অত্যন্ত ছোট। কোনও কুকুরের এমন পা সাধারণত হয় না।তার উপরে প্রাণিটির কান দুটিও অন্য রকমের। সোশ্যাল নেটওয়ার্ক সাইটে সবাই জানান, প্রাণিটি মোটেও কুকুর নয়। ওটি আসলে একটি 'ব্যাম্বু রাট'। এই ইঁদুর দক্ষিণ চীন, মায়ানমার ও ভিয়েতনামে দেখা যায়। এই ইঁদুর বাঁশবনে থাকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct