শুধু কলকাতা নয়, অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই পাচ্ছে না আমেরিকার শহরও। সোমবার সন্ধ্যায়
আমেরিকার অন্যতম বড় শহর নিউ জার্সির জনবহুল এলাকা ওয়ারেন স্ট্রিটে অফিস ও বাড়িতে ভয়াবহ আগুন লাগায় কমপক্ষে ১০০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।আগুনের প্রাবল্য এত বেশি ছিল যে একটি তিন তলা বাড়িধসে পড়ে। শুধু ওই বাড়িটি নয় ওই বাড়ি সংলগ্ন অফিস ও বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আগুনের লেলিহান শিখার কবলে পড়ে। দমকলের ১৬টি ইঞ্জিন বহু আগুন নেভাতে নেমে পড়ে। দমকল জানিয়েছে, ন্যাচারাল গ্যাসের লাইন ফেটে গিয়ে তাতে আগুন লাগায় এই বিপত্তি। আপাতত ১০০টি বাড়ি ও অফিস থেকে লোকজন পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। যদিও কোনো মৃত্যুর খবর এখনো পাওয়া যায়নি। তবে বেশ কয়েক হয়েছে বলে জানা গেছে।
দমকল জানিয়েছে, আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখছে নিউ জার্সি প্রশাসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct