এ যেন স্বাস্থ্যকেন্দ্রেরই খারাপ স্বাস্থ্য। পরিবর্তনের সরকারের আমলেও কোন পরিবর্তন দেখল না সোনারপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য পৌরসভা পরিচালিত ওই স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন ধরে রুগ্নদশায় ভুগছে। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই ওয়ার্ডের মানুষের দাবি ভেঙে পড়ছে দেয়াল, প্রতিদিন চুন খসে পড়ছে। যেকোন সময় বড় কোন দূর্ঘটনা ঘটতে পারে অথচ কাউন্সিলর বা পৌর প্রশাসনের কোন ভ্রুক্ষেপ নেই। এনিয়ে সোশাল মিডিয়ায় নানা প্রশ্ন তুলে পৌর প্রশাসনের অবহেলার প্রতিবাদে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। তাদের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা থেকে স্কুল সেবেতেই যেভাবে নজর দিচ্ছেন তাতে টাকার অভাব আছে বলে মনে হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবকের দাবি, স্থানীয় কাউন্সিলর কাজের কাজ কিছুই করছে না। তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুব্রত পাল সংবাদ মাধ্যমের দ্বারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন বলে দাবি করে বলেন, অনিয়মিত ভাবে চলা ওই স্বাস্থ্যকেন্দ্র দ্রুত নিয়মিত করা হোক। ভাঙাচোরা বাড়িটি সারানোর দাবিও তোলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct