কে কতটা বুদ্ধিমান সেটি নির্ভর করে প্রত্যেকের মস্তিষ্কের গঠনের ওপর। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে বুদ্ধিমত্তা শুধুমাত্র আপনার মস্তিষ্কের ওপর নির্ভর করে না। দেহের বিভিন্ন অংশ দেখেই ধারণা করা যায়, কার বুদ্ধি বেশি, কার কম। দেহের তুলনায় বড় মাথা ব্রিটেনের প্রায় ৫ লাখ মানুষ একটি সমীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের রক্তের নমুনা, প্রস্রাব, লালা পরীক্ষা করে দেখা যায় যে, শৈশবে যাদের দেহের তুলনায় মাথা বড় হয়, তাদের পড়াশোনা করার ঝোঁক বেশি থাকে। কলেজ ডিগ্রি পাওয়ার হারও এদের তুলনামূলক বেশি। এছাড়া যারা বাঁ-হাতি, তারাও বুদ্ধিমান হন। এথেন্স বিশ্ববিদ্যালয়ের ১০০ জন পড়ুয়ার ওপর একটি সমীক্ষা চালানো হয়েছিল। সমীক্ষায় অংশগ্রহণ করা পড়ুয়াদের মধ্যে অর্ধেক বাঁহাতি। সমীক্ষায় দেখা যায়, এদের স্মৃতিশক্তি বেশি হয়, এবং মানসিক নমনীয়তা তুলনামূলক ভাবে বেশি হয়। পাশাপাশি লম্বা পা ওয়ালা মানুষগুলি বুদ্ধিমান হন। ব্রাউন এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায়, লম্বা মানুষেরা বেশি স্মার্ট। জীবনে বেশি রোজগারের সম্ভাবনাও এদের বেশি। জীবনে সফল হওয়ার সম্ভাবনা লম্বাদেরই তুলনামূলক ভাবে বেশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct