বিমানবন্দরে নতুন জামাকাপড় নিয়ে যেতে শুল্ক দিতে হয়। দেয় শুল্ক ফাঁকি দিতে এক যুবক যাত্রী অভিনব উপায় বের করলেন। বিমানবন্দরে সবাইকে অবাক করিয়ে দিলেন। অতিরিক্ত মালামালের চার্জ যাতে দিতে না হয় তার জন্য এই যাত্রী নিজেই পরে ফেললেন একসঙ্গে ১৫টি শার্ট! এমন কাণ্ড ঘটেছে ফ্রান্সের নিসে বিমানবন্দরে।ওই ব্যক্তির নাম জন আরভিন।
আরভিন সপরিবারে গ্লাসগ্লো থেকে এসেছিলেন। ইজিজেটের বিমানে এডিনবার্গে উড়ে যাওয়ার কথা ছিল তার। কিন্তু মালপত্তরের ওজন বেশি হয়ে যাওয়ায় তার কাছ থেকে অতিরিক্ত কর চায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
অতিরিক্ত টাকা দিতে চাননি জন। ৮ কেজি মাল বেশি হওয়ায় অন্য ফন্দি আঁটলেন জন। ব্যাগ থেকে একের পর এক জামা বের করে পরে নিতে লাগলেন তিনি। মোট ১৫টি জামা পরে অবশেষে থামলেন। তারই পরিবারের একজন গোটা ঘটনাটি ভিডিও করে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে ভাইরাল হয়ে যায়।আর বিমানবন্দরের শুল্ক ফাঁকি দেওয়ার নয়া ফন্দি বাজারে ছড়িয়ে পড়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct