আপনজন ডেস্ক: আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সভাপতি থমাস বাখ কিছুদিন আগে সতর্ক করে দিয়ে বলেছিলেন আগামী বছরও হয়তো করোনার কারণে পরিপূর্ণ স্টেডিয়ামে অলিম্পিক আয়োজন করা সম্ভব হবে না। এ বছর করোনা মহামারীর কারণে অলিম্পিকের আসর বাতিল করে আগামী বছর জুলাইয়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেটা মাথায় রেখে টোকিও অলিম্পিকের বিক্রিত টিকিটের মূল্য ফেরতের প্রস্তাব দিয়েছে স্থানীয় আয়োজক কমিটি। একই সঙ্গে এই প্রতিশ্রুতিও দিয়েছে, আগামী বছর কোনও কারণে অলিম্পিক আয়োজিত না হলেও কিংবা দর্শক সংখ্যা সীমিত করা হলে তারা এক্ষেত্রে আরও ভূর্তকি দিতে প্রস্তুত।
অলিম্পিক থেকে ৬৩০ বিলিয়ন ইয়েন আয়ের যে লক্ষ্যমাত্রা ছিল, তার ৯০ বিলিয়ন ইয়েনই আসতো টিকিট বিক্রি থেকে। জাপানের স্থানীয় দর্শকরা আগামী ১০-৩০ নভেম্বর টিকিট ফেরতের জন্য আবেদন করতে পারবে। আয়োজক কমিটি আরও জানিয়েছে, আগামী ১-২১ ডিসেম্বর পর্যন্ত প্যারালিম্পিকের টিকিট ফেরতের জন্য আবেদন করা যাবে। এছাড়া বিশ্বের অন্যান্য স্থান থেকে যারা অনলাইনে টিকিট কিনেছিলেন তাদেরকে সংশ্লিষ্ট এজেন্টদের কাছে এ ব্যপারে আবেদন করার আহবান জানানো হয়েছে। আয়োজক কমিটি আরও জানিয়েছে, জাপানের দর্শকরা ইচ্ছা করলে এই টিকিট নিজেদের কাছে সংরক্ষন করতে পারবে এবং সীমিত পরিসরে অলিম্পিক আয়োজনের সিদ্ধান্ত হলে তখন তারা এটি ফেরত দিতে পারবে। মার্চে অলিম্পিক বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আইওসি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct