অযোধ্যায় রামমন্দিরের সূচনা ৫ আগস্ট। গেরুয়া শক্তির এতদিনের ইচ্ছাপূরণ নিয়ে উন্মাদনা তুঙ্গে। ১৯৯২ এর ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার উদ্দেশ্য ছিল সেখানে রামমন্দির স্থাপন। অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। তাই আর কয়েকদিন পরেই দেশের নতুন ইতিহাসে সংযোজন হবে বাবরি স্থলে রামমন্দিরের নাম। বাবরি মসজিদ ভাঙার সময় আদবানি থেকে শুরু করে জোশি, উম ভারতী থেকে বিনয় কাটিহার সবাই সেদিন দারুণ আনন্দ প্রকাশ করেছিলেন। বহু মানুষ। হয়েছিলেন বাবরি মসজিদের স্থলে রামমন্দির নির্মাণের ফলে যদি বিবাদ মেটে তাতে মন্দ কি। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই বিবাদ মেটা দূর অস্ত! কারণ, সংবাদ সংস্থা আইএনএস কে বিজেপি নেতা তথা বাবরি ধ্বংসের অন্যতম অভিযুক্ত ও বজরং দলের প্রতিষ্ঠাতা বিনয় কাটিহার বলেছেন, রামমন্দির গড়াতেই তাদের যাত্রা শেষ হচ্ছে না। এরপরে কাশী ও মথুরায় হাত দেওয়া হবে। শুধু তাই নয়, তিনি এই বলেন, কাশী ও মথুরায় অযোধ্যার মতো রামমন্দির তৈরি করা হবে। উল্লেখ্য। বারাণসীতে জ্ঞানবাপি মসজিদ ও কাশী বিশ্বনাথ মন্দির পাশাপাশি রয়েছে। সেটাকেই নিশানা করা হয়েছে। একই ভাবে মথুরাতে কৃষ্ণ জন্মভূমি মন্দির ও শাহী ঈদগাহ মসজিদ পাশাপাশি রয়েছে। সেখানেও মন্দির গড়ার পরিকল্পনা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct