রাজ্য সরকার পথে এগোল কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বাঁধ থাকবে ৩১ মার্চ পর্যন্ত। সেই ঘোষণার পর তৎপর হল কেন্দ্রীয় সরকার। এক নির্দেশে বন্ধ করে দেওয়া হল কলকাতার জাদুঘর। প্রতিদিন যত পর্যটক কলকাতায় আসেন তাদের এক বার অংশ আসেন জাদুঘরে। রাজা বাদশাহদের ঐতিহাসিক স্মারক সুরক্ষিত রয়েছে জাদুঘরে। তাই সেগুলি দেখতে ভিড় জমায় দর্শনার্থীরা। কিন্তু দেশি বিদেশি পর্যটকদের উপস্থিতিতে যাতে কারণে ভাইরাসের সংক্রমণ না করায় তার জন্য কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন জাদুঘর ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার এ ব্যাপারে এক নির্দেশ জারি যারা হয়েছে। শুধু জাদুঘর নয়, বিড়লা মিউজিয়াম ও সায়েন্স সিটিও পরিদর্শন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বলে হয়েছে, ছুটির দিনে প্রচুর দর্শনার্থী থ্যে সায়েন্স সিটিতে। তাই কোনো ঝুঁকি বা নিয়ে সায়েন্স সিটির সঙ্গে বিড়লা মিউজিয়াম ৩১মার্চ পর্যন্ত বাঁধ রাখা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct