সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: পুলিশ ছদ্মবেশে ক্রেতা সেজে এক অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে বমাল সহ গ্রেফতার করে শনিবার সন্ধ্যা রাত্রি নাগাদ। খয়রাশোল থানার ওসি সেখ কাবুল আলী গোপন সূত্র মারফত খবর পেয়ে তড়িঘড়ি পুলিশের জাল বিস্তার করে ফেলেন অস্ত্র ব্যাবসায়ীর গতিবিধি লক্ষ্য করে। পুলিশ ছদ্মবেশে ক্রেতা সেজে অস্ত্র ব্যাবসায়ীর সাথে কথোপকথন চলাকালীন ওসি সেখ কাবুল আলীর নেতৃত্বে পুলিশ বাহিনী অতর্কিতে হানা দেয় এবং আগ্নেয়াস্ত্র সহ এক ব্যাক্তিকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায় অস্ত্র ব্যাবসায়ীর নাম সেখ আলী হোসেন, বাড়ি স্থানীয় থানার পুরশুন্ডা গ্রামের নীচে পাড়ায়। রবিবার সন্ধ্যার সময় পাঁচড়া- সারি বাগান রাস্তার জোড়া বটতলায় মোটরসাইকেল ও ব্যাগ নিয়ে অপেক্ষারত অবস্থায় থাকাকালীন পুলিশের জালে আটকে পড়ে অস্ত্র ব্যাবসায়ী। ধৃতের ব্যাগ তল্লাশি করে কার্বাইন, দুটি ম্যাগাজিন ও দশটি গুলি উদ্ধার হয়। পাশাপাশি মোটরসাইকেলটি ও বাজেয়াপ্ত করে খয়রাশোল থানায় নিয়ে আসা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct