রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: পুজোর আনন্দ সকলের মাঝে ভাগ করে নিতে মহতি উদ্যোগ নিল বিশিষ্ট সমাজসেবী ও শিল্লপতি, সুতির ভূমিপুত্র জাকির হোসেন। জঙ্গিপুর বিধানসভা এলাকার পাসাপাসি সুতির বিভিন্ন গ্রামে পুজোর নতুন পোষাক প্রদান করে নজির গড়লেন জাকির হোসেন। জাকির হোসেনের বাবা ও মায়ের নামে নামাঙ্কিত জেএস সেবা সমিতির উদ্যোগে শারদীয়া দূর্গা উৎসব উপলক্ষে অসহায় গরিব পরিবারের হাতে পুজোর নতুন পোষাক শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদের তাঁতিপাড়া কার্তিক মন্দির প্রাঙনে। বিশিষ্ট সমাজসেবী অরুপ মিত্রের সৌজনে মঙ্গলবার পুজোর নতুন পোষাক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সুতির তাঁতিপাড়ায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুতির ভূমিপুত্র তথা বিশিষ্ট শিল্পপতি জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, পঞ্চায়েত সমিতির সদস্যা মিলি মিত্র, অরুপ মিত্র (বাবুল) জয়নাল আবেদিন, মাসিদুল হক পিকু সহ প্রমুখরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct