আপনজন ডেস্ক: স্টুয়ার্ট ব্রডের আন্তর্জাতিক অবসরের ম্যাচেই টেস্ট ক্রিকেটকে দ্বিতীয় দফায় বিদায় জানান মঈন আলী। দু’বছর আগে প্রথমবারের মতো সাদা পোশাক খুলে রাখা এই ইংলিশ অলরাউন্ডার টেস্টে ফিরেছিলেন অধিনায়ক বেন স্টোকসের অনুরোধে। অ্যাশেজ সিরিজের পঞ্চম ম্যাচ শেষে টেস্টকে বিদায় জানানো মঈন মজার ছলে বললেন, এবার স্টোকস টেস্টে ফেরার অনুরোধ জানিয়ে মেসেজ দিলে তা ডিলিটই করে দেবেন তিনি ২০২১ সালে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মঈন আলী। সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজ দিয়েই অবসর ভেঙে ফিরেছিলেন তিনি। এবার মঈন জানালেন, চিরদিনের জন্য টেস্ট ক্রিকেট ছাড়ছেন। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মঈন বলেন, ‘স্টোকসি আবার আমাকে (ফিরতে অনুরোধ করে) মেসেজ পাঠালে সেটি আমি ডিলিট করে দেব।’ ২০১৪ সালের ১২ই জুলাই লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের পথচলা শুরু মঈন আলীর। এখন পর্যন্ত ৬৮ ম্যাচে ১১৮ ইনিংস ব্যাট করে ২৮.১২ গড় এবং ৫১.৭৯ স্ট্রাইক রেটে ৩ হাজার ৯৪ রান করেন তিনি। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৫ বার। ফিফটি রয়েছে ১৫টি। বল হাতে ২০৪ উইকেট নিয়েছেন মঈন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct