সরকার পাল্টে যেতেই মনোভাব পাল্টে গেল মুখ্যমন্ত্রীর। সিবিআই প্রবেশ নিয়ে কড়া মনোভাব বদলে এবার নির্দ্বিধায় তাদের প্রবেশে সবুজ সংকেত দেওয়া হল। অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেসের মুখ্যামন্ত্রী হিসেবে জগন মোহন রেড্ডি শপথ নেওয়ার পর আগের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর নির্দেশ বাতিল করে দিলেন। এর ফলে সিবিআই আধিকারিকরা এবার অবাধে অন্ধ্রপ্রদেশে তাদের তদন্তের কাজ চালিয়ে যেতে পারবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ নভেম্বর অন্ধ্রপ্রদেশ সরকার দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট, ১৯৪৬ এর সেকশন ৬এর অধীনে নির্দেশ জারি করেছিল, সে রাজ্যে সিবিআই তদন্ত করতে চাইলে তাদের অনুমতি লাগবে। সিবিআই অবাধে তদন্ত করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে অন্ধ্র সরকার। এবার সেই নিষেধাজ্ঞা উঠে গেল। যদিও দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট, ১৯৪৬ এর অধীনে কাজ করে থাকে সিবিআই।
অন্ধ্রের তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পথ ধরে পশ্চিমবঙ্গেও সিবিআই প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার দেখার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন কিনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct