নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: হুগলি জেলার খানাকুল থানার মাড়োখানা প্রাথমিক বিদ্যালয়ে বুধবার প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব পালন উপলক্ষে গুণীজন সংবর্ধনা, শিক্ষামূলক সেমিনার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক সেখ হাসান ইমাম। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, প্রধান শিক্ষক লক্ষীকান্ত মাইতি, স্থানীয় প্রধান হাবল মন্ডল, উপপ্রধান শেখ আব্বাস আলী, বিশিষ্ট সমাজসেবী কাজী আমিনুল ইসলাম, কবি সাধন বারিক, ব্রজগোপাল চক্রবর্তী দীপিকা ব্যানার্জি, দেবিকা রায় সহ,এলাকার সমস্ত শিক্ষানুরাগী ও সমাজের সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে সকলেই শিক্ষার গুরুত্বও আদর্শের কথা তুলে ধরেন। স্কুলের ছাত্রছাত্রীরা আগামী দিনের দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে অভিমত প্রকাশ করেন অতিথিবৃন্দরা।