ক'দিন আগে ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনেন কেকেআর-এর তিনজন সমর্থক রঞ্জিত শীল, অভিজিৎ মুখার্জী ও ভাস্বতী সান্টুয়া। তাঁদের অভিযোগ, বিসিসিআইয়ের পাশাপাশি সিএবির সভাপতি পদে দায়িত্বে থেকে কীভাবে সৌরভ আরও একটা ফ্রাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন? দুটি সাংঘর্ষিক দায়িত্ব পালন করা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে তাঁরা চিঠি দিয়েছিলেন। তুমুল সমালোচনার মুখে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পদ ছেড়ে দিলেন সৌরভ গাঙ্গুলী। আইপিএলের জন্য তিনি বোর্ডের পদ ছেড়ে দিলেন। এ বিষয়ে সৌরভ বলেন, ‘আমি আগে বোর্ডের টেকনিক্যাল কমিটি, আইপিএল টেকনিক্যাল কমিটি এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ছিলাম। এসব পদ থেকে আমি পদত্যাগ করেছি। বর্তমানে আমি বোর্ডের কোনও পদে নেই। এমনকী বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল কিংবা বোর্ডের অফিস বেয়ারার পদেও আমি নেই। এমনকি বোর্ডের ক্রিকেট কমিটিরও সদস্য নই।আমি এমন কোনও জায়গায় নেই, যেখান থেকে কোনও কিছুর ওপর প্রভাব খাটাতে পারব। আমি এমন কিছু করছি না, যে কারণে দিল্লি ক্যাপিটালসের হয়ে কাজ করা থেকে বিরত থাকতে হবে। তাছাড়া বোর্ডের কিউরেটাররা এখন আইপিএল ম্যাচের পিচ তৈরি করেন। কাজেই আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন৷'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct