পারমিতা
মমতা মজুমদার
পারমিতা,
শুনতে কি পাও?
তোমার কাজল কালো চোখ
দেখেছি যেদিন হয়েছি মুগ্ধ ভুলেছি
শত ব্যথার শোক!
তোমার অট্টহাসি বড় বেশি ভালোবাসি
ভালোবেসে যাই বাঁকা ঠোঁটের ঐ হাসি
রাশি রাশি;
আরো কিছু দুখ ভুলিতে তোমার কাছে
ছুটে ছুটে আসি খুব!
পারমিতা,
খুঁজে কি পাও?
আমার হৃদয়ের একগুচ্ছ শুভ্র প্রেম
জমে থাকা অবুঝ মনের ক্যানভাসে আঁকা
স্মৃতির ফ্রেম!
তোমার ছবির আল্পনা এঁকে সাজালাম এই
মনের দেয়াল
ভালোবাসি প্রিয়া ভালোবেসে যাই রেখেছি
ফুলের খেয়াল।
পারমিতা,
বুঝো কি বলো?
এই হৃদয়ের ঝড় তুলেছে সুনামি তান্ডব লীলা
করো না’ক আমায় পর।
তোমার কাছে মেঘে ভেসে ভেসে আসি যদি
কোন দিন;
ভালোবাসা দিবে কি বলো এক জনমে প্রেমের ঋণ!
পারমিতা,
পাবো কি সুখ?
দেবে কি ভুলিয়ে যত ছিল হৃদয়ের জমা দুখ!
ভালোবেসো শুধু এক মুঠো স্বপ্ন ছুঁই,
তবে যে আমরা দিবানিশি দু’জনে
হবো তুমি আমি এক জুঁই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct