সাধারণের অন্যতম নেশার উপাদান বিড়ি কিংবা সিগারেটের চেয়ে হুক্কা অনেকবেশি ক্ষতিকর বলে জানালেন বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে, মুখ ও গলার ক্যান্সার হওয়ার ব্যাপারে বিড়ি, সিগারেটের ধোঁয়ার চেয়ে অনেকবেশি কার্যকর বর্তমান তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হুক্কা। হুক্কার ধোঁয়ার ফলে শ্বাসকষ্ট থেকে শুরু করে শ্বাসনালীর রোগ, ফুসফুসের ক্যান্সার, হৃদরোগও হতে পারে। গর্ভবতী মহিলাদের পক্ষে এই হুক্কা আরও বেশি ক্ষতিকর। কারণ, এতে মায়ের পাশাপাশি শিশুর ক্ষতির সম্মুখিন হয়। চিকিৎসকদের মতে, যারা হুক্কা টানেন, তারা শুধু নিজেদেরই ক্ষতি করছেন না, পাশাপাশি থাকা মানুষদেরও সমানভাবে ক্ষতি করছেন। যদিও অনেকের ধারণা, বিড়ি, সিগারেটের চেয়ে হুক্কার নেশা অনেক কম। এ ব্যাপারে ক্যান্সার চিকিৎসকরা বলেন, ' হুক্কা যারা খায়, তারা সিগারেটের চেয়ে অনেক বেশি পরিমাণ এবং সময় ধরে ধোঁয়া মুখে রাখে। ফলে সেই ধোঁয়ার অনেক বেশি পরিমাণে শরীরে প্রবেশ করে। টানা এক ঘণ্টা হুক্কা টানা ১০০টি সিগারেট খাওয়ার সমান হয়। এ ছাড়া একই হুক্কার পাইপ একাধিক লোকের মুখে ঘোরার ফলে এতে সংক্রামক রোগ ছড়ানোর সম্ভাবনাও বেড়ে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct