আপনজন ডেস্ক: বিশ্বকাপের বাকি নেই পাঁচ মাসও। এমন সময় কোচ ছাঁটাই করল ইরান। প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হলেন দ্রাগান স্কোচিচ। দেশটির সংবাদ সংস্থা আইআরএনএ সোমবার জানায়, ইরান ফুটবল ফেডারেশন ৫৩ বছর বয়সী স্কোচিচের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। নতুন কোচ হিসেবে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে ইরানের কয়েকজন বিবেচনায় থাকার কথাও বলা হয় প্রতিবেদনে। যাদের মধ্যে বর্তমান ওমান দলের কোচ ব্রাঙ্কো ইভানকোভিচ পুরনো ঠিকানায় ফেরার দৌড়ে এগিয়ে আছেন। তার হাত ধরেই ২০০৬ সালের বিশ্বকাপে খেলেছিল ইরান। বায়ার্ন মিউনিখের সাবেক স্ট্রাইকার আলি দাইয়ি এবং ওসাসুনার সাবেক মিডফিল্ডার জাভেদ নেকুনাম; এই দুই সাবেক ইরানি কিংবদন্তিও আছেন দেশটির কোচ হওয়ার আলোচনায়। ফেব্রুয়ারি, ২০২০ সালে মার্ক ভিলমটসের স্থলাভিষিক্ত হন স্কোচিচ। তার দায়িত্বে কাতার বিশ্বকাপে জায়গা করে নেয় ইরান। এশিয়া পর্বের বাছাইয়ে নিজেদের গ্রুপ থেকে দক্ষিণ কোরিয়ার আগে বৈশ্বিক আসরের টিকেট নিশ্চিত করে তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct