পাঞ্জাবকে ১ রানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শীর্ষ চারে অবস্থানের আশা বাঁচিয়ে রাখল বেঙ্গালুরু। এদিকে দশ ম্যাচে মাত্র ৩ জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানীতে আছে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে বেঙ্গলুরু। টি-২০ ফরম্যাটে বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে ভর করে কিংস ইলেভেন পাঞ্জাবের সামনে ১৭৫ রানের বিশাল স্কোর দাঁড় করায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভিলিয়ার্স মাত্র ৩৫ বল খেলে ৬৪ রান করেন। ৫টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কাও মারেন তিনি। ২৫ বলে ৪২ রান করেন লোকেশ রাহুল। ২৯ বলে ৩৩ রান করেন শচীন বেবি।
পাঞ্জাবের হয়ে ২টি করে উইকেট নেন সন্দীপ শর্মা এবং কেসি ক্যারিয়াপ্পা। ১ উইকেট নেন অক্ষর প্যাটেল।
এদিকে ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭৪ রানে থেমে যায় মুরলি বিজয়দের ইনিংস। হারলেও পাঞ্জাবের উইকেট পড়েছে মাত্র চারটি। ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন অধিনায়ক মুরলি বিজয়। মাত্র ৫৭ বলে ৮৯ রানের এক অসাধারণ ইনিংস খেলেন তিনি। একটি ছয় ও ১২টি চারের মার ছিল তার ইনিংসে। হাশিম আমলা ২০ রান করে আউট হন। ঋদ্ধিমান সাহা করেন ১৩ বলে ১৬ রান। তবে মারকাস স্টইনেস ৩৪ এবং ফারহান বেহারদিয়েন ৯ রান করে অপরাজিত থাকেন।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শেন ওয়াটসন। ইএসপিএন ক্রিকইনফো।
আরও পড়ুন: