আপনজন ডেস্ক: হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার তীব্র ভূমিকম্প আঘাত হানার পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলে ভয়াবহ কম্পনে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় একাধিক এলাকা। সেখানকার রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর মুহূর্তের মধ্যে ধ্বংস্তূপে পরিণত হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
ধ্বংস্তূপে চাপা পড়ে বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ১৫০ কিলোমিটার পশ্চিরে, ভূপৃষ্টে ১০ কিলোমিটার গভীরে। ভূকম্পের পর পার্শ্ববর্তী দেশগুলোতেও দীর্ঘ সময় আফটার শক অনুভূত হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে ২০১০ সালের ৭ মাত্রার একটি তীব্র ভূমিকম্পে দেশটিতে আড়াই লাখ মানুষের মৃত্যু হয়েছিল। সেই ভূমিকম্পের ধকল এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ক্যারিবীয় অঞ্চলের এই দরিদ্র দেশটি। কয়েকদিন আগেই দেশটির প্রেসিডেন্ট নিজ বাসভবনে গুলিতে নিহত হওয়ার পর রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct