গত দিন কয়েক ধরে বেশ কয়েকটি ছাগল গায়েব। গ্রামে কুকুরের সংখ্যা দিন দিন কমে আসছে। এলাকাবাসীরা আশঙ্কা করছিল কোন হিংস্র জন্তু হয়তো গ্রামে এসেছে তার শিকারের ফলেই ছাগল এবং কুকুর উধাও হয়ে যাচ্ছে। আর এর মধ্যে কয়েকজন গ্রামবাসী দু-দিন বাঘের গর্জন শুনতে পেয়েছেন, বাঘের পায়ের ছাপ ও দেখেছে তারা এমনকি একজন দাবি করে বসেছেন শনিবার গভীর রাতে সে একটি বাঘের শাবক কে দেখেছে। বাঘের আতঙ্কে কয়েক রাত ধরে গ্রাম পাহারা দিচ্ছেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে বনদপ্তর গেলে তারা কোনো কিছু খুঁজে পাননি। বন দপ্তর দাবী বাঘ না হলেও কোন প্রাণী হয়তো গ্রামে এসে থাকতে পারে।
বাঘের আতঙ্ক পিছু ছাড়ছে না বীরভূমের সিউড়ি থানার গরুঝরা গ্রামের বাসিন্দাদের। শনিবার রাতে আবার বাঘ দেখার দাবি দুজন গ্রামবাসীর। প্রায় আড়াই ফুট লম্বা গায়ে ডোরাকাটা দাগ। তারা নিশ্চিত ওই প্রাণীটি বাঘের শাবক। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম বাঘের আতঙ্ক ছড়ায় ওই গ্রামে। সেদিন এক গ্রামবাসী দাবি করেন, তিনি একটি বাঘের শাবক কে দেখতে পেয়েছেন এবং বেশ কিছু গ্রামবাসী দাবি করে তারা বাঘের গর্জন শুনতে পেয়েছে, এমনকি একটি পায়ের ছাপ কে বাঘের পায়ের ছাপ বলেও দাবি করা হয়।এরপর থেকে এলাকা জুড়ে একটি আতঙ্কের সৃষ্টি হয়।মশাল হাতে গ্রাম পাহারায় নামে গ্রামবাসীরা।ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ ও বনদপ্তর কর্মীরা কিন্তু তারা কোন বাঘের চিহ্ন খুঁজে পায় না।এরপর ফের গত শনিবার রাত্রে পুনরায় বাঘ দেখা দাবি করেন দুজন গ্রামবাসী।শেখ আলমগীর নামে এক গ্রামবাসী বলেন, রাত্রে গোয়াল ঘরে গরু রাখতে যাবার সময় আমি একটা বাঘের শাবককে দেখতে পায়।প্রায় দুই থেকে আড়াই ফুট লম্বা এবং গোটা শরীরে তার ডোরাকাটা।এরপরই আমি ছুটে বাড়ি ঢুকে যায়।পরে সমস্ত গ্রামবাসীরা মিলে খুঁজতে গেলে সেটি পালিয়ে যায়।"তিনি আরো দাবি করেন,"গ্রামের দুটো ছাগল ও বেশ কয়েকটি কুকুর পাওয়া যাচ্ছে না, বাঘেই সেগুলিকে খেয়ে ফেলেছে।"
কৃতজ্ঞতা: পুবের কলম
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct