মায়ানমারে রোহিঙ্গা হত্যার জন্য অং সাং সু কিকেই দুষলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ।
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনের বিতর্কপর্বে মাহাথির এই অভিযোগ তোলেন। তার অভিযোগ মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপরে যে গণহত্যা চালানো হয়েছে তার নেতৃত্ব দিয়েছে সে দেশের সেনাবাহিনী। কিন্তু এর সবই অস্বীকার করেছেন অং সান সু কি।
মাহাথির মুহাম্মদ বলেন, প্রত্যেকটা দেশই স্বাধীন। কিন্তু এর মানে এই নয় যে, তারা নিজের দেশের মানুষকে গণহত্যা করবে। এই অধিকার তাদের নেই।অথচ মায়ানমার সরকারের সেনাবাহিনী নিজের জনগণের ওপর কথা রোহিঙ্গাদের উপর গণহত্যাই চালিয়েছে। এর দায়ভার এড়াতে পারেননা সু চি।
কোথাও গণহত্যা চালানো হলে তা দেখেও চোখ বুজে থাকতে পারেনা বিশ্ব, সে প্রশ্নও রাষ্ট্রসংঘে তোলেন মাহাথির।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct