সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ রামমন্দির মামলা চলাকালে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন আর্ট অফ লিভিংয়ের আধ্যাত্মিক ব্যক্তিত্ব শ্রী শ্রী রবিশঙ্কর। হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের বিবাদ মিটিয়ে যাতে শান্তির রাস্তা বের হয় তার সন্ধানে খুবই তৎপর হয়েছিলেন রবিশঙ্কর। তিনি সুপ্রিম কোর্টের বিবাদ মান মুসলিম পার্সোনাল ল' বোর্ড ও রামলালা কর্তৃপক্ষ উভয় পক্ষের সঙ্গে নানা আলোচনা করে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা কারচিকেন। কিন্তু তার সেই চেষ্টা বিফলে যায়। বিভিন্ন মহল থেকে অবশ্য রবিশঙ্করের ওই প্রচেষ্টাকে সাধুবাদ জানানো হয়। সেই রবিশঙ্করকে কিন্তু অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজার আমন্ত্রণ জানানো হয়নি। এব্যাপারে ব্যাঙ্গালোরে আর্ট অফ লিভিং কার্যালয় সূত্র জানিয়েছে, রামমন্দিরের ভূমিপূজা অনুষ্ঠানে রবিশঙ্করকে কোন আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি এর মুখপাত্র স্বীকার করেছেন তাদের কাছে রবিশঙ্করকে আমন্ত্রণ জানানোর কোনো খবর নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct