প্রাইভেসি বাড়াতে মেসেঞ্জারে অ্যাপ লক ফিচার আনছে ফেসবুক। অ্যাপ লক ফিচার চালু করলে আপনার মেসেঞ্জার অ্যাপে অন্য কেউ ঢুকতে পারবে না। এতে আঙুলের ছাপ ও ফেস শনাক্তকরণ নিরাপত্তাব্যবস্থা যুক্ত করা হয়েছে। ফেসবুক জানিয়েছে, এটি ইতিমধ্যে আইফোন ব্যবহারকারীদের ডিভাইসে পাঠানো হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে আপডেটটি যেতে কয়েক মাস সময় লাগবে। মেসেজ ও কলের ক্ষেত্রে আরও কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে ফেসবুক। কেউ যেন সরাসরি আপনাকে কল না করতে পারে, সেই অপশন রাখা হবে। ফ্রেন্ডলিস্টে না থাকা ব্যক্তিরা যে ছবি পাঠাচ্ছেন, সেটিও প্রতিরোধের ব্যবস্থা করবে ফেসবুক। অনাহূত ছবি এলে ঝাপসা হয়ে যাবে। এই ফিচারগুলো ঠিক কবে আসবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি ফেসবুক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct