আন্তর্জাতিক অর্থনীতিবিদ ও নোবেলজয়ী অমর্ত্য সেনের ধারণা পাল্টাচ্ছে বর্তমান ভারত নিয়ে। দেশ স্বাধীন হওয়ার পর যে ভারত ছিল তার জন্য গর্ব ছিল নোবেল জয়ী অমর্ত্য সেনের। কিন্তু সাম্প্রতিক কালে ভাড়াটে সে ঘটনাপ্রবাহ চলছে তাতে তিনি ক্ষুব্ধ। তাই পিটিয়ে হত্যা থেকে শুরু করে কাশ্মীরের উপর থেকে ৩৭০ সব ক্ষেত্রে তিনি মুখ খুলেছেন। সর্বভারতীয় নিউজ চ্যানেল এনডিটিভি তে সোমবার এক সাক্ষাৎকারে তাই নিজের ক্ষোভ উজাড় করে দিয়ে অমর্ত্য সেন বললেন, এই ভারতের জন্য তিনি গর্বিত নন। সেই সঙ্গে
কাশ্মীর নিয়ে মোদি সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। অমর্ত্য সেন এনডিটিভিকে বলেছেন, ‘প্রাচ্যের দেশ হিসেবে ভারতই প্রথম গণতন্ত্রের পথে এগিয়ে গিয়েছিল। বিশ্বব্যাপী গণতান্ত্রিক আদর্শ অর্জনের জন্য এত কিছু করার পরেও বর্তমান পদক্ষেপে আমরা সেই খ্যাতি হারিয়ে ফেলছি। একজন ভারতীয় হিসেবে এ ব্যাপারে আমি গর্বিত নই।’
মোদি শাসিত দেশকে ব্রিটিশ শাসনের সঙ্গে তুলনা করে অমর্ত্য সেন বলেন, ‘এটি পুরোনো ঔপনিবেশিক অজুহাত। ব্রিটিশরা এভাবেই ২০০ বছর ধরে দেশ চালিয়েছিল।’
তিনি আরো বলেন, ‘গণতন্ত্র ছাড়া কাশ্মীর সমস্যার কোনো সমাধান হবে বলে আমি মনে করি না।’
উল্লেখ্য, ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরকে বিশেষ অঞ্চল হিসেবে সুবিধা দেওয়া সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দেয়।
আর কাশ্মীর হয়ে পড়ে কেন্দ্রশাসিত অঞ্চল। আগে জম্মু ও কাশ্মীরের জন্য আলাদা সংবিধান এবং পতাকা ছিল। তা বাতিল হয়ে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct