সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: বিজেপির আরও একটি উইকেট পড়ল: কোতুলপুরের বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় বড় ধাক্কা খেল গেরুয়া শিবির ।
মানুষের স্বার্থে বিজেপি ত্যাগ করা বিধায়কের তালিকায় আরও একটি নাম যুক্ত হল। আবারও একজন বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বৃহস্পতিবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে সামিল হলেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার।
গত দুবছরে হরকালী প্রতিহার হলেন সপ্তম বিধায়ক, যিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই আলিপুরদুয়ার থেকে নির্বাচিত প্রথমবারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। ১০০ দিনের কাজের আওতায় কেন্দ্র বাংলার হকের টাকা আটকে রাখায় তিনি এই সিদ্ধান্তের সঙ্গে সহমত হতে পারেননি। তার জেরেই দল বদল করেন সুমন কাঞ্জিলাল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর আর যাঁরা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন, তাঁরা হলেন: রানিগঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এবং কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়।
হরকালী প্রতিহার জানান , মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct