সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি: নিয়ম বহির্ভূতভাবে পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরীর অভিযোগ। রাস্তার কাজ আটকে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। অভিযোগ কাজের সিডিউল গ্রামবাসীদের না দেখিয়েই তৈরি হচ্ছিল জেলা পরিষদের অধীনস্থ রাস্তা। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের শালবাড়ী ১ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব দুরামারি গ্রামের ঘটনা। অভিযোগ দুরামারির ১৫/৩৪ নম্বর পার্টে দেড় কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ চলছিল। যার জন্য বরাদ্দ কৃত অর্থের পরিমাণ ৩৪ লক্ষ্য ২১ হাজার ৩১৬ টাকা। গ্রামবাসীদের অভিযোগ, এত টাকা ব্যায়ে রাস্তা তৈরি করার কথা, যেভাবে সেই নির্দেশিকাকে না মেনে নিয়ম বহির্ভূতভাবেই শুধু বালি ফেলে তার উপরে পিচের ঢালাই করার চেষ্টা করছেন বরাত পাওয়া ঠিকাদারি সংস্থা। আর তাই বৃহস্পতিবার রাস্তা তৈরির কাজ আটকে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।এদিকে রাস্তার কাজ দেখভালের দায়িত্বে থাকা ঠিকাদারি সংস্থার কর্মী জানান কাজের সিডিউল সম্পর্কে তার কিছুই জানা নেই। যা বলার আছে ঠিকাদার বলবে। এলাকাবাসী প্রশান্ত রায় বলেন, যেভাবে সরকারি সিডিউল আছে সেই নিয়মে কাজ হচ্ছেনা তাই কাজ আটকে দিয়েছি। সরকারি সিডিউলে ছয় ইঞ্চি পাথর ধরা আছে তার জায়গায় ২ ইঞ্চি দিয়েছে। পাশের ডায়না নদীর বালি এনে অল্প পরিমাণে বিছিয়ে দিচ্ছে ঠিকাদার। এটা পুরোটাই ঠিকাদারের গাফিলতি।
আরেক গ্রামবাসী নিতাই রায় বলেন, রাস্তায় প্রথমে সামন্য বালি বিছিয়ে দিয়েছিলো তারপর এখন অল্প অল্প করে পাথর বিছিয়ে দিচ্ছে। এরপর নাকি পিচ দিবে। এভাবেই নাকি রাস্তা পাকা হবে, কিন্তু এভাবে কাজ হলে রাস্তা বেশিদিন টিকবে না। আমরা ঠিকাদারের কাজে সন্তুষ্ট না হয়ে কাজ আটকে দিয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct