ইরানের সঙ্গে যতই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধ বাড়ছে ততই মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে উত্তেজসা। আশঙ্কা দানা বেঁধেছে যুদ্ধের। উপসাগরীয় যুদ্ধের পর ফের যুদ্ধের দামাা বাজতে শুরু করছে বলে অনেকে মনে করছেন। সেই আশঙ্কা বাড়িয়ে দিয়েছে সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। সামরিক শক্তি জোরদার করছেন সৌদিতে।প্রাথমিকভাবে সৌদিতে নতুন করে আরও কয়েকশ সেনা পাঠাতে চলেছে আমেরিকা।
মার্কিন সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্বাঞ্চলের মরুভূমিতে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ৫০০ সেনা পাঠানো হচ্ছে। যদিও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন, রানওয়ে ও বিমান ওঠানামার স্থানের উন্নয়নে সেখানে ছোট্ট একটি মার্কিন সেনাদল ও তাদের সহযোগীরা আগে থেকেই অবস্থান করে আছে।
তবে এমন এক সময় এই সিদ্ধান্ত এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্ক চরম স্পর্শকাতর অবস্থায় পৌঁছে গেছে। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড প্রশাসন কীভাবে সামলাচ্ছে, তা নিয়ে কংগ্রেসে দ্বিদলীয় ক্ষোভ রয়েছে।কিন্তু ট্রাম্প প্রশাসন বলছে, ইরানি আগ্রাসন থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।গত মাসে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত এক হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। কিন্তু তারা কোন দেশে যাবে, সুনির্দিষ্ট করে তখন তা উল্লেখ করেনি। তাদের গন্তব্য যে সৌদি আরব তা অবশেষে বোঝা গেল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct