রঙ্গিলা খাতুন,কান্দি,আপনজন: উচ্চমাধ্যমিক পরীক্ষা মানেই ভালো পরীক্ষা দিয়ে কলেজে অনার্স কিংবা ডাক্তারী হওয়ার একগুচ্ছ স্বপ্ন। উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে পড়াশোনা এবং চিন্তার শেষ থাকেনা। সত্যি কী তাই! না লকডাউনের পর পরীক্ষার্থীদের অভ্যাসের পরিবর্তন দেখা গেল। শনিবার শুরু হল উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। সকাল সাড়ে নটার সময় পরীক্ষার্থীদের একে একে স্কুলে প্রবেশ করতে দেখা গেল কান্দির বিভিন্ন হাইস্কুলে। সকাল ১০ টা স্বাভাবিকভাবেই শুরু হয়েছে পরীক্ষা। তবে পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার চাহিদার বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা গেল। এ বছরের উচ্চমাধ্যমিক হোম সেন্টার পরীক্ষা আরও ভালো হওয়ার কথা কিন্তু ১০ টার সময় পরীক্ষা শুরু হলেও অনেক পরীক্ষার্থীকে দেখা আধা ঘণ্টা পরে অর্থাৎ ১০.৩০ পরেও হেলে দুলে ছাত্র ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁচাচ্ছে তার পরেও দু একজনের তো এ্যডমিট আনতেও ভুলে গেছে যদিও বাড়িতে ফোন করে তার ব্যবস্থা করা হয়েছে। যারা দেরি করে পরীক্ষা দিতে এসেছিল স্কুলের পক্ষ থেকে বলা হয়েছে আগামী পরীক্ষা গুলোতে সঠিক সময় প্রবেশ করতে হবে। এ বিষয় উদয়চাঁদ হাইস্কুলের প্রধান শিক্ষক সামজ্জুহা বিশ্বাস বলেন ‘কোভিড পরিস্থিতিতে পড়ুয়াদের অনেকাংশে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন থাকার ফলে অনেক পরীক্ষার্থী মধ্যে ভালো ভাবে পরীক্ষা দেওয়ার চাহিদা বা মানসিকতা অনেকটাই কমেছে।’ প্রসঙ্গত করোনা অতিমারীর জেরে দু’বছর পর ছাত্র ছাত্রীদের নিজেদের স্কুলেই এবার পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই পড়ুয়ারা অনেকটাই স্বতঃস্ফূর্ত। প্রতিটি কেন্দ্রেই কোভিড বিধিকে মান্যতা দিয়ে আসন সংখ্যা ভাগ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct