মহম্মদ নাজিম আক্তার,মালদা : হরিসচন্দ্রপুরে অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমের জন্য জমি দান করে নজির সৃষ্টি করলেন রহিম আলী। এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মালদহের হরিশ্চন্দ্র পুর-১ নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামে 'আঁচল' নামে 'বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রম' খোলার উদ্দেশ্যে রবিবার সংস্থার সদস্যরা রহমতপুর গ্রামে জমি পরিদর্শনে আসেন।তাদের প্রয়োজন ছিল প্রায় ৪ কাঠা জমি।সন্তানহীন বৃদ্ধা,অবহেলিত বৃদ্ধ বাবা-মা ও অনাথ শিশুদের কথা মাথায় রেখে সেই ৪ কাঠা জমি দান করলেন রহমতপুর গ্রামের বাসিন্দা রহিম আলী। রহমতপুর-কনুয়া বাজারের নিকটে ৪ কাঠা জমির উপরে গড়ে উঠবে এই আশ্রম। সংস্থার পক্ষ থেকে রহিম আলী কে অশেষ ধন্যবাদ জানানো হয় । শিঘ্রই আশ্রম নির্মাণের কাজ শুরু হবে বলে জানান সদস্যরা।এই সংস্থারই সদস্য রহিম আলীর পুত্র তার বাবার এই মহান কাজের জন্য গর্ব বোধ করছেন বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct