রাহেন খন্দকার,কোচবিহার,আপনজন: কখনো বাধা মানে না, সীমানা মানে না। ঘটলো তাই। প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে এ দেশে প্রবেশের পথে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে ধরা পড়ল বাংলাদেশের এক যুবতী। শনিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লকের দীগলটারি সীমান্তে। বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ওই যুবতীকে রবিবার পুলিশের পক্ষ থেকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। আগামী ২৯ শে জানুয়ারি আবার তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে। জানা যায় বাংলাদেশ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কাঠ পাড়া গ্রামের এক যুবতীর সঙ্গে কোচবিহার জেলার তুফানগঞ্জের হাসান আলী নামে এক যুবকের সঙ্গে ইমুতে যোগাযোগ হয়। এরপর ফোনের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বগুড়া থেকে বাসে করে এসে শনিবার দিনহাটার দীগল টারি সীমান্তে প্রবেশের পথে বিএসএফের হাতে ধরা পড়ে ওই যুবতী।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct