আপনজন ডেস্ক: সাত বছর পর ফের আই লিগে সুযোগ পাওযার পর প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করল ঐতিহ্যবাহী ক্লাব মহামেডান স্পোর্টিং। শনিবার আই লিগের সূচনা ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে দিল্লির দল সুদেবা মুনলাইটকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে মহামেডান। দলের পক্ষে জয়সূচক গোরটি করেন গোলটি করেন ফয়সাল আলি।
এদিনের ম্যাচে শুরু থেকেই মহামেডান দারুণ খেলতে শুরু করে। যদিও প্রথমার্ধে গোল পায়নি।ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫৮ মিনিটে জয়সূচক গোলটি করেন ফয়সাল আলি। সুরাজ রাওয়াতের বাড়ানো বল ধরে ফয়সাল ডান দিক দিয়ে ঢুকে কোনাকুনি শটে বল জড়িয়ে দেন বিপক্ষের গোলপোস্টের জালে।
এদিন সবাইকে চমকে দেন ফয়জল আলি। দলে রাফায়েল ওডোইনের মতো বিদেশি স্ট্রাইকার থাকলেও বাঙালি এই মিডফিল্ডারের উপর করে মহামেডানের ঘরে তিন পয়েন্ট আসে।