আপনজন ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। ফলে চালু হয়ে গেছে নির্বাচনী বিধি। সে কারণে ২০২১ সালের রাজ্য সিভিল সার্ভিস ডব্লুবিসিএস পরীক্ষা ১৫ মে পর্যন্ত স্থগিত হয়ে গেল।
এ ব্যাপারে ডব্লুবিসিএস পরীক্ষার আয়োজক সংস্থা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে, ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস (এক্সি) (প্রিলি) পরীক্ষা, ২০২১ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২১ মার্চ, ২০২১। এছাড়া ওয়েস্টবেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট (প্রিলি) পরীক্ষা, ২০২০ হওয়ার কথা ছির ১১ এপ্রিল ২০২১ এবং ২০২০ সালের ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস (এক্সি) (মেইন) পরীক্ষা হওয়ার কথা ছিল ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল ২০২১ পর্যন্ত। এই সব পরীক্ষা গুলো আগামী বিধানসভা নির্বাচনের জন্য ১৫ মে ২০২১ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। ফলে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই সকল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আর কোনও সম্ভাবনা থাকল না।