আপনজন ডেস্ক: বর্তমান সরকারের আমলে রাজ্যের শিক্ষাব্যবস্থা একেবারে তলানিতে ঠেকেছে তা বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে রাজ্যের বিভিন্ন কলেজ ছাত্র ছাত্রীদের বিক্ষোভ ও রাজনৈতিক হিংসা। কিন্তু তারপরেও রাজ্য সরকার নির্লজ্জের মত এ রাজ্যের শিক্ষার মান নিয়ে বড়াই করে চলেছেন।
আজ চৌদ্দ দিন ধরে একটানা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন কলেজের অস্থায়ী কর্মীরা ইতিমধ্যেই আজ দুজন অসুস্থ হয়ে পড়েন। বাঁকুড়া সম্মিলনি কলেজের মূল দরজার সামনে বাঁকুড়ার বিভিন্ন কলেজের অস্থায়ী কর্মচারীরা আমরণ অনশন শুরু করেছেন। চৌদ্দ দিন তাদের অনশন চললেও সরকারি তরফে এখনো তাদের সমস্যার সমাধানের কোন উদ্যোগ নেওয়া হয়নি।
মূলত ৬০ বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণ, সঠিক বেতন পরিকাঠামো, অস্থায়ী কর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে তারা আমরণ অনশনে বসেছেন। চৌদ্দ দিন পেরিয়ে গেলেও কেন সরকারের হুশ ফিরেছে না তাই নিয়ে উঠছে প্রশ্ন। আর কতদিন অস্থায়ী কর্মচারীদের এভাবে বঞ্চনার শিকার হতে হবে সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চারিদিকে।
আরও পড়ুন:
বাঁকুড়া জেলা অস্থায়ী কর্মচারী সংগঠনের সদস্য প্রলয় দাস বলেন , আজ ১৪ দিন ধরে আমরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছি অন্যান্য জেলায় অনশন আজ ৪০ দিনে পড়েছে। কিন্তু শিক্ষা দপ্তর থেকে কোনরকম সদর্থক ভূমিকা দেখতে পাচ্ছিনা। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি দাওয়া পুরন না হবে ততদিন পর্যন্ত আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব।