আপনজন ডেস্ক: মায়ানমারে এবার ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু কির দলের দুই সেতা পুলিশ হেফাজতে মৃত্যু হল। আর তা নিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। ঘটনাচক্রে এই দুই নেতাই মুসলিম। জানা গেছে শনিবার রাতে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভ অংশ নেওয়ায় সু কির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)-র দুই মুসলিম সদস্য খিন মঙ লাট ও শেইন উইনকে গ্রেফতার করে মায়ানমার সেনাবাহিনী। রবিবার ওই দুই এনএলডি সদস্যের পরিবার জানিয়েছে দুই মুসলিম সদস্যকে মায়ানমার নিরাপত্তা বাহিনীর হেফাজতে আটক অবস্থায় নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে বার্তা সংস্থা জানিয়েছে, তাদের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে একটি ছবি পাওয়া গেছে। ছবিতে দেখা গেছে- খিন মং লাটের মাথার চারপাশে রক্তাক্ত কাপড় দিয়ে বাঁধা। এ বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। দেশটির সংসদ সদস্য সিথু মং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, খিন মং লাট তার প্রচারের কাজ দেখতেন। খিন মঙ লাট ইয়াঙ্গুনের পাবেডান টাউনশিপের এবং শেইন উইন হ্লাইঙ্গ টাউনশিপের এনএলডি দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের নামায-এ জানাযায় বহু মানুষের সমাগম হয়। রবিবার মায়ানমারের বিভিন্ন অঞ্চলে চলমান সরকারবিরোধী বেশ কয়েকটি বিক্ষোভ ভেঙে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এ ছাড়া বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, রাষ্ট্রসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, মায়ানমারে পুলিশের গুলিতে এখন পর্যন্ত ৫০ জনের অধিক মানুষ নিহত হয়েছেন।
All Rights Reserved © Copyright 2021 | Design & Developed by Webguys Direct