রাকিবুল ইসলাম,হরিহরপাড়া,আপনজন: ছয় কেজি গাজা সহ দুজনকে গ্রেফতার করল হরিহরপাড়া থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে সোমবার রাতে হরিহরপাড়া থানার আইসি অমিত নন্দী সহ তার টিম হানা দেয় হরিহরপাড়ার লালননগর মোড়ে। এদিন রাতে লালনকার মোড়ে একটি ছুটিতে করে দুজন ব্যাক্তি যাচ্ছিল। পুলিশের সন্দেহ হলে, স্কুটিটা আটকিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে প্রায় ৬ কেজি গাজা উদ্ধার করা হয়। ধৃত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয় স্কুটি গাড়িটিকেও। পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম হাসিবুর সেখ ও সাবির সেখ। দুজনের বাড়ি হরিহরপাড়া থানার রামপাড়া গ্রামে। মঙ্গলবার ধৃতদের জেলা আদালতে তোলা হলে বিচারপতির কাছে ৫ দিনের পুলিশ হেপাজতের আবেদন জানানো হলে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। হরিহরপাড়া থানার পুলিশ এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct