সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: জনবিরোধী কৃষি বিল প্রত্যাহার ও দিল্লিতে সংগ্রামরত কৃষকদের ট্রাক্টর প্যারেডের সমর্থনে আজ বীরভূম জেলা এসইউসিআই(কমিউনিস্ট)-এর শাখা সংগঠন সারা ভারত কৃষক ক্ষেত মজদুর সংগঠনের উদ্যোগে সিউড়িতে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। দলীয় পতাকা সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে বিক্ষোভ মিছিল সিউড়ি শহর পরিক্রমা করে। সিউড়ির বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মানস সিংহ, স্বাধীন দোলুই, বাগাল মার্ডি প্রমুখ নেতৃবৃন্দ। অন্যদিকে রামপুরহাট শহরেও একই ইস্যুতে সুসজ্জিত দলীয় পতাকা, বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড এবং ট্রাক্টর সহ বিক্ষোভ মিছিল রামপুরহাট শহর পরিক্রমা করে। রামপুরহাটের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি মদন ঘটক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
All Rights Reserved © Copyright 2021 | Design & Developed by Webguys Direct