আপনজন ডেস্ক: পবিত্র ওমরাহ পালনে ফের নতুন নির্দেশনা দিল সৌদি আরব। দেশটির হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, একাধিক বার ওমরাহ পালনের ক্ষেত্রে কমপক্ষে ১০ দিনের ব্যবধান থাকতে হবে। বিদেশি মুসলমানদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ দিনের আসা বিদেশি মুসল্লিরা সর্বোচ্চ তিনটি ওমরাহ পালন করতে পারবেন।
এক বিবৃতিতে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, প্রথমবার ওমরাহ পালনের পর কেউ দ্বিতীয়বার ওমরাহ পালন করতে চাইলে নির্দিষ্ট ১০ দিনের সময় শেষে ইটমারানা বা তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে দ্বিতীয় ওমরার জন্য আবেদন করতে পারবেন।
এছাড়া আগের জারি করা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, অন্য দেশ থেকে সৌদি আরবে হজ করতে আসা মুসল্লিদের বয়স ১২ বা তার বেশি হতে হবে। একইসঙ্গে তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সরকার নতুন করে এই নির্দেশনা দিল।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct