আপনজন ডেস্ক: উত্তরপ্রদেশের বিভিন্ন শহরের নাম বদলের পর যোগী আদিত্যনাথের নজর এবার তেলেঙ্গানার ঐতিহাসিক শহর হায়দরাবাদের উপর পড়ল। আগামী ১ ডিসেম্বর বৃহৎ হায়দরবাদ পৌরসভার ১৫০টি আসনের নির্বাচন। সেই নির্বাচনের আগে ফের হিন্দুত্বের আবেগকে উসকে দিতে যোগী আদিত্যনাথ বললেন, যদি ফজোবাদ, এলাবাহাদ শহরের নাম পাল্টানো যায় তাহলে হায়দরাবাদের নাম পালটানো হবে না কেন। উল্লেখ্য, তেলেঙ্গানা বিধানসভায় টিআরএসের সঙ্গে জোট বেঁধেছিল ওয়াইসির দল মিম। কিন্তু হায়দরাবাদ পুরসভা নির্বাচনে টিআরএসের সঙ্গে জোট না করে একাই লড়েছে মিম। তাই অমিত শাহ থেকে যোগী আদিত্যনাথ স্বপ্ন দেখছেন এবার বিজেপি ক্ষমতায় আসবে হায়দরাবাদ পুরসভায়। শনিবার বিজেপির ভোট প্রচারে এসে হায়দরাবাদের জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হায়দরাবাদের নাম পরিবর্তনের প্রসঙ্গ তোলেন। যোগীর প্রশ্ন যদি এলাহাবাদ, ফৈজাবাদের পরিবর্তন হয়ে থাকে তাহলে হায়দরাবাদের কেন পরিবর্তন হবে না? এ নিয়ে তিনি সবা বলেন, কেউ কেউ তাকে জিজ্ঞাসা করেন, হায়দরাবাদের নাম পরিবর্তন করে ভাগ্যনগর রাখা হবে কি না। তার জবাব দিয়ে বলেন কেন হবে না! তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসার পর ফয়েজাবাদের নাম বদলে অযোধ্যা রাখা হয়েছে, এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করা হয়েছে। তাহলে কেন হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর রাখা হবে না।
All Rights Reserved © Copyright 2021 | Design & Developed by Webguys Direct